বাস্তব জীবন আর রুপালি পর্দায় শাকিবের নায়িকার কোনো অভাব নেই। সবাই এই সুদর্শন আর দক্ষ নায়কের নায়িকা হতে মুখিয়ে থাকেন। শুধু দেশে নয়, বিদেশেও একই চিত্র। কলকাতার শুভশ্রী, শ্রাবন্তী, পায়েল থেকে শুরু করে প্রায় সব নায়িকাই শাকিবের সঙ্গে জুটি বাঁধতে এক পায়ে দাঁড়িয়ে থাকেন। এসব নায়িকা ইতিমধ্যে এই শীর্ষ নায়কের সঙ্গে কাজও করেছেন। সম্প্রতি ঢাকা সফরে এসে কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও শাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নবাব, শিকারিসহ শাকিব অভিনীত অনেক ছবি আমার দেখা হয়েছে। তুখোড় আর সুদর্শন অভিনেতা তিনি। বেশ ভদ্র আর অমায়িকও বটে। তার সঙ্গে আমি কাজ করতে চাই। শাকিব অবশ্য বাণিজ্যিক ছবিতে বেশি কাজ করেন। আমি চাই শাকিব খান যদি কোনো একটি অবট্রাক মুভিতে কাজ করেন তাহলে সেই ছবিতে অবশ্যই আমি নায়িকা হতে চাই।’ শাকিবকে নিয়ে দেশ-বিদেশে নায়িকাদের যখন এই অবস্থা তখন মুক্তিযুদ্ধের গল্প নিয়ে জাজ মাল্টিমিডিয়ার নির্মাণ করতে যাওয়া ছবিতে শাকিবের নায়িকা কে হচ্ছেন? এই প্রশ্ন এখন তার দর্শক ভক্তদের। ছবিটি জাজ আর কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে নির্মাণ করবে। তাই এ ছবিতে শাকিবের নায়িকা কী এপার বাংলার নাকি ওপারের হবেন। এমন প্রশ্নে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, শাকিব দেশে ফিরলে বিষয়টি চূড়ান্ত হবে। ছবিতে শাকিব থাকবেন একজন কলেজ টিচার। তার মধ্যে থাকে দেশপ্রেম ও রাজনৈতিক সচেতনতা। বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকও তিনি। আর এই মানসিকতা থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। তাকে সহায়তা করতে আসবেন এক নায়িকা। এখন অপেক্ষার পালা কে হবেন শাকিবের সেই নায়িকা। গল্প ভাবনা আবদুল আজিজের। ছবিটি পরিচালনা করবেন কলকাতার রাজ চক্রবর্তী।
শিরোনাম
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
এবার শাকিবের নায়িকা কে?
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর