বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশে সুন্দর পরিবেশে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সবার মতো আমিও চাই। উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে জনগণ। জনগণ চায় তাদের ভোটে একটি নির্বাচিত সরকার দেশ শাসনের গুরুদায়িত্ব বহন করবে এবং দেশে সর্বদা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে। অনেক সময় দেখা যায় রাজনৈতিক কোন্দলের কারণে ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে সাহস পায় না।
আশা করি এবার আনন্দমুখর পরিবেশে সপরিবারে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ও ভোট উৎসবে তাদের রায়ের প্রতিফলন ঘটাতে পারবে। আমিও এবার এমন সুন্দর আনন্দঘন পরিবেশে ভোট দিতে যেতে চাই। আমি ঢাকার গুলশান-২ এলাকার ভোটার। প্রতিবারের মতো এবারও গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে যাওয়ার আশা রাখি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        