শিরোনাম
মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

শোবিজ প্রতিবেদক

২৫ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে এফডিসি। চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। এর মধ্যে একটি মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন আর অন্যটি বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী। এ ছাড়া মহাসচিব পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক সাফি উদ্দিন সাফি নির্বাচন করবেন। একেক প্যানেলে ১৯ জন করে প্রার্থী রয়েছেন। মনতাজুর রহমান আকবর ও শাহ আলম কিরণ সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহাসচিব পদে লড়বেন তিনজন- বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন, বজলুর রাশেদ চৌধুরী ও সাফিউদ্দিন সাফি। পল্লী মালেক, রকিবুল আলম রকিব আর শাহিন সুমন উপ-মহাসচিব পদে প্রার্থী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. সালাহউদ্দিন, সেলিম আজম। সাংগঠনিক পদে কবিরুল ইসলাম রানা, মোস্তাফিজুর রহমান মহারাজ, মো. জয়নাল আবেদীন। আন্তর্জাতিক ও তথ্য-প্রযুক্তি সচিব পদে বিপ্লব শরীফ, মোস্তাফিজুর রহমান মানিক নির্বাচনে অংশগ্রহণ করবেন। ওয়াজেদ আলী বাবলু ও শাহিন কবির টুটুল সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে নির্বাচন করবেন। প্রচার, প্রচারণা ও দফতর সচিব পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন আনোয়ার সিরাজী, হানিফ আকন দুলাল। কার্যনির্বাহী পরিষদের দশটি পদের জন্য মোট প্রার্থী হয়েছেন ২৩ জন। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু।

 

 

সর্বশেষ খবর