মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
রঙিন বৈশাখ

অশুভ শক্তির বিনাশ কামনা চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অশুভ শক্তির বিনাশ কামনা চট্টগ্রামে

সব অশুভ শক্তির বিনাশ কামনায় চট্টগ্রামে পালিত হলো বাংলা নববর্ষ। পয়লা বৈশাখকে কেন্দ্র করে বর্ণিল ও নান্দনিক সব আয়োজন ছিল নগরীর বিভিন্ন স্থানে। এসব আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ গান-নাচ, আবৃত্তি ও কথামালা। সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের অনুষ্ঠানমালা শুরু হয় সকাল ৮টায়। নগরীর ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের অনুষ্ঠান শুরু হয় ভোর ৭টায়। এদিকে নগরীর সার্কিট হাউস থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট নগরীতে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী অনুষ্ঠান। ষ

   চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয় ক্লাব সদস্য ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে বৈশাখী অনুষ্ঠান।

সর্বশেষ খবর