Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১১ মে, ২০১৯ ২৩:২১

মা দিবসে তারা দুজন...

শোবিজ প্রতিবেদক

মা দিবসে তারা দুজন...

মা দিবস সামনে রেখে আজ নাগরিক টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে বিশেষ নাটক ‘জগৎ সংসার’। নাটকটির  সংলাপ ও চিত্রনাট্য করেছেন আহসান হাবিব সকাল। আর গল্প ও পরিচালনায় ছিলেন রীদম খান শাহীন। নাটকটি প্রচার হবে আজ রাত ১০টায় নাগরিক টেলিভিশনে। এ নাটকের বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার ও ফারজানা ছবি। এতে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সুষমা সরকার,  সুমনা সোমা প্রমুখ। নাটকটি প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘আমার অভিনয় জীবনের প্রথম নাটক করেছিলাম ফেরদৌসী মজুমদার আপার সঙ্গে। প্রায় ১৯ বছর পর তার সঙ্গে এ নাটকে অভিনয় করলাম। নাটকের গল্পটি অসাধারণ। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।


আপনার মন্তব্য