বুধবার, ১৫ মে, ২০১৯ ০০:০০ টা

পরিচ্ছন্নতার গল্পে রাইসা

শোবিজ প্রতিবেদক

পবিত্র রমজানে আমরা আত্মিক শুদ্ধতার পাশাপাশি পারিপার্শ্বিক শুদ্ধতারও শিক্ষা লাভ করি। এই মাসে এমন শুদ্ধতার শিক্ষা ছড়িয়ে দিতে আরটিভিতে শুরু হলো ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের ‘পরিচ্ছন্নতার গল্প’ শীর্ষক ১০ পর্বের টিভি প্রোগ্রাম। শুদ্ধতার বার্তা ছড়িয়ে দিচ্ছে ‘যদি একদিন’ চলচ্চিত্রের মূল চরিত্রের অভিনয় শিল্পী রাইসা।  পরিচ্ছন্নতার গল্পের শেষাংশে আসেন ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের দূত ও চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন, ‘আপনার হাতেই আপনার সুস্বাস্থ্য। তাই আসুন খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেই।’ প্রতিদিন হাত দিয়ে নানা জিনিস ধরার কারণে হাত নোংরা হয় এবং অনেক ধরনের জীবাণু হাতে লেগে থাকে। শিশু শিল্পী রাইসা নিজে ইফতারের আগে হাত ধোয়া শিখে নিয়ে অন্যকেও  শেখায়।

সর্বশেষ খবর