মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা

মিলার বিরুদ্ধে সাবেক স্বামীর মামলা

শোবিজ প্রতিবেদক

মিলার বিরুদ্ধে সাবেক স্বামীর মামলা

সংগীতশিল্পী মিলা ও তার সাবেক স্বামী পারভেজ সানজারি

সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন তার সাবেক স্বামী   বৈমানিক পারভেজ সানজারি। ঢাকার একটি আদালতে গত ২১ এপ্রিল নালিশি মামলা করেন তিনি। বিষয়টি গতকাল জানান এই বৈমানিক। আদালত মামলাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি ইউনিটকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। পারভেজ সানজারির অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার ও মানহানির মতো ঘটনা ঘটিয়েছেন এই সংগীতশিল্পী। মূলত ফেসবুকে প্রকাশিত একটি স্ট্যাটাস এবং গণমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ কথার জেরে মামলাটি করেছেন বলে জানান সানজারি। তিনি বলেন, ‘মিলা গত ১৬ এপ্রিল দুপুর ১টা ৫ মিনিটে তার ফেসবুক পেজ ও দুপুর ১টা ১০ মিনিটে তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে আমাকে, আমার পরিবার ও সহকর্মীদের নোংরা ভাষায় গালি দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে বিচার  চেয়েছি। যে স্ট্যাটাসের জন্য মিলার বিরুদ্ধে মামলা হয়েছে, সেখানে ‘জীবিত নুসরাত’ শিরোনাম ছিল। মিলা পরবর্তী সময়ে (১৬ এপ্রিল) সেটি সংশোধন করেন। ফেসবুক পেজের এডিট হিস্টোরিতে এখনো তার পূর্বের স্ট্যাটাসটি রয়েছে। সেখানে আদালতের পাবলিক প্রসিকিউশন, ইউএস বাংলার দুই কর্মকর্তাকেও গালমন্দ করা হয়েছে।’

এদিকে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যাক্টের সোশ্যাল মিডিয়া মনিটরিং, ওয়েবসাইট অ্যান্ড ইমেইল) আ ফ ম আল কিবরিয়া জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮-এর ২৫(১) ক, ২৫(৩), ২৯(১) ও ২৯(২) ধারায় নতুন এ মামলাটি হয়েছে। তিনি বলেন, ‘আমরা মামলার তদন্তভার পেয়েছি। তদন্ত চলছে। প্রক্রিয়া অনুযায়ী মিলাসহ সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

 

সর্বশেষ খবর