মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শোক দিবসে দুই কাহিনিচিত্র

শোবিজ প্রতিবেদক

শোক দিবসে দুই কাহিনিচিত্র

পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারসহ নৃশংসভাবে হত্যার প্রতিবাদ-প্রতিরোধ যোদ্ধাদের ঘটনা নিয়ে সহিদ রাহমান রচিত সাড়া জাগানো গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে দুটি কাহিনিচিত্র নির্মিত হয়েছে। ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনিচিত্রটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে আজাদ আবুল কালাম, রওনক হাসান, হিমি ও মিজানুর রহমান। ‘পঁচাত্তরের ডায়েরি’র পটভূমি ১৯৭৫ সালের ১৪ জুন বঙ্গবন্ধুর রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করার ঘটনা। রাকেশ বসুর চিত্রনাট্যে কাহিনিচিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, শাহাদাত হোসেন, মনোজ প্রামাণিক, তানিয়া বৃষ্টি, জাহাঙ্গীর আলম ও মাস্টার শাকিল। কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান রচিত ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনিচিত্রটি এটিএন বাংলায় সন্ধ্যা ৬টায় প্রচার হবে এবং ‘পঁচাত্তরের ডায়েরি’ কাহিনিচিত্রটি চ্যানেল আইয়ে রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে।

সর্বশেষ খবর