এক সপ্তাহেরও বেশি সময় ধরে অসুস্থ থাকার পর দুবাই গেলেন শীর্ষনায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া একটি ছবির লোকেশন দেখতেই তার এই দুবাই সফর। বৃহস্পতিবার ভোর ৪টায় একটি বিদেশি বিমানের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন শাকিব। তার সঙ্গে গেছেন চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী, চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু, শাকিবের চাচাতো ভাই মনির ও জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তা রমিন রাইয়ান।
যাওয়ার আগে শাকিব খান বলেন, এ মুহূর্তে ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাই না। ফিরে এসে আনুষ্ঠানিকভাবে সব জানাবেন নির্মাতা। শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশের ছবি এখন আন্তর্জাতিক নির্মাণে পৌঁছে গেছে। দর্শক ছবিতে দেশি-বিদেশি আবহ দেখতে পছন্দ করে। তাই ছবিটির গানসহ বেশকিছু দৃশ্যের শুটিং দুবাইয়ের মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হবে। শাকিব বলেন, সর্বশেষ আমার ‘পাসওয়ার্ড’ ছবিটির শুটিং তুর্কিতে করেছিলাম। সেই ছবিতে বলিউড অভিনেতা সালমান খান তার ‘এক থা টাইগার’ ছবির শুটিং যেখানে করেছিলেন পাসওয়ার্ডের একটি গানের শুটিংও সেখানে করা হয় এবং তা দর্শক মন কাড়ে। এছাড়া আমার অনেক ছবির শুটিং নানা দেশে হয়েছে। শাকিব জানান, শিগগিরই ফিরে এসে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবির শুটিংয়ে অংশ নেবেন। অসুস্থ থাকার কারণে ছবিটির শুটিংয়ে অনেকদিন ধরে অংশ নিতে পারেন তিনি। ‘আগুন’-এর পরই শাকিব তার নিজের প্রযোজিত ছবি ‘বীর’-এর শুটিং আবার শুরু করবেন। এই ছবিটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। উল্লেখ্য, শাকিব খান গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভাইরাস জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। এ কারণে শারীরিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। তাই ছবির কাজে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।