শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘পুলসিরাত’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

জামদানি প্রদর্শনী

জামদানির গৌরবময় ইতিকথার সঙ্গে বর্তমানের সেতুবন্ধ রচনার উদ্দেশে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শীর্ষক পাঁচ সপ্তাহের জামদানি প্রদর্শনী।

প্রদর্শনীর যৌথ আয়োজক জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন। ১২ অক্টোবর শেষ হবে এই প্রদর্শনী।

 

নাটক

প্রাচ্যনাটের ‘পুলসিরাত’

ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফান্থির উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে আজ প্রাচ্যনাট  বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং রাত ৮টায় মঞ্চস্থ করবে ‘পুলসিরাত’-এর দুইটি প্রদর্শনী। অনুবাদে মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনায়  তৌফিকুল ইসলাম ইমন।

 

মহকালের ‘নীলাখ্যান’

১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আনন জামান। নির্দেশনায় রয়েছেন ইউসুফ হাসান অর্ক।

 

অন্যান্য

রবিঠাকুরকে নিয়ে আয়োজন কবিগুরুর গান, কবিতা ও তাকে নিয়ে নিবেদিত কবিতা দিয়ে কাল শনিবার মুক্তক পদাবলীর আয়োজনে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘হিরণ কিরণ ছবিখানি’ আসর।

প্রধান অতিথি নির্মলেন্দু গুণ ও

বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহম্মদ সামাদ।

রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন বাংলাদেশের ফাহিম হোসেন চৌধুরী ও ভারতের জয়ন্তী সোরেন। আবৃত্তি করবেন ভারতের মলি দেবনাথ, মো. আহকামউল্লাহ, রাশেদ হাসান ও লায়লা আফরোজ।

 

ছায়ানটে শ্রোতার আসর

আজ শুক্রবার ছায়ানটে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির নিয়মিত আয়োজন শ্রোতার আসর।

সন্ধ্যায় ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রের এবারের আসরে সংগীত পরিবেশন করবেন চন্দনা মজুমদার।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর