রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নীলফামারীতে ইত্যাদি

শোবিজ প্রতিবেদক

নীলফামারীতে ইত্যাদি

উত্তরের প্রাচীন জনপদ নীলফামারীতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডের অভ্যন্তরে নীলফামারীর ঐতিহ্যবাহী নানান জিনিস দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয়েছিল পর্বটি। ইপিজেডের অভ্যন্তরে বর্ণিল আলোয় আলোকিত মঞ্চের সামনে দর্শক ছিলেন ইপিজেডের কয়েক হাজার শ্রমজীবী ও নীলফামারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিষয়বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। আছে নীলফামারীর ইতিহাস-ঐতিহ্যের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। রয়েছে নেদারল্যান্ডস প্রবাসী আনোয়ারার পরিবারকে খুঁজে পাওয়ার ঘটনা। রয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার গ্রাম, বাড়ি এবং তাঁর বন্দীশালা রোবেন আইল্যান্ডের ওপর একটি প্রতিবেদন। এবারের ইত্যাদিতে নীলফামারীর সন্তান ইবরার টিপু ও স্থানীয় শিল্পীদের মাধ্যমে পরিবেশিত হয় এ অঞ্চলেরই প্রায় ১৫০ বছরের পুরনো একটি চট্কা গান। এ ছাড়াও নীলফামারীকে নিয়ে রচিত একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন উত্তরা ইপিজেডের একদল শ্রমজীবী। ‘ইত্যাদি’ গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর