সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

তৃতীয় বছরে পা দিল ব্যান্ড দল যন্ত্রী

শোবিজ প্রতিবেদক

তৃতীয় বছরে পা দিল ব্যান্ড দল যন্ত্রী

‘যন্ত্রী’ একদম ভিন্ন ধারার ব্যান্ড। একদম মাটির, আত্মার গভীরের সুরের চর্চা হবে-এমনট চিন্তা-চেতনা থেকেই যন্ত্রীর জন্ম। মূলত লালনের গান নিয়ে কাজ করলেও যন্ত্রী করে যাচ্ছে লোকজ সুরের চর্চা ও গবেষণা। একই সঙ্গে বছরে কয়েকটি আর্ট ক্যাম্প করে থাকে ব্যান্ড দলটি। এ ছাড়াও আন্তর্জাতিক বাউল উৎসবেও অংশ নেয় যন্ত্রী, করে থাকে সুফি ওয়ার্কশপ।

সংগীতের মৌলিক ধারার চর্চা করার প্রত্যয় নিয়েই যন্ত্রীর প্রতিষ্ঠা করেন সাখাওয়াত হোসেন সাগর। সাগরের সঙ্গী ছিলেন হিমেল নূর, এখনো আছেন। এই ব্যান্ডের লাইনআপ আর দশটি ব্যান্ড দলের মতো নয়। অনেকেই যুক্ত হন যন্ত্রীর সঙ্গে। যুক্ত হন দেশখ্যাত লালন সংগীতশিল্পীরা। জানুয়ারিতে যন্ত্রী তিন বছরে পা রাখল। জন্মক্ষণকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ভাটারা এলাকায় যন্ত্রী উন্মুক্ত প্রান্তরে অফিসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সংগীতচর্চা ও কেক কাটার আয়োজন করা হয়। এ প্রসঙ্গে সাগর বলেন, আমরা সংগীতের যে উদ্দেশ্য নিয়ে যন্ত্রী প্রতিষ্ঠাতা করেছি, সেটা যে সফলতার দিকে যাচ্ছে আজ এই আয়োজনেই স্পষ্ট। এটা আমাদের পরম পাওয়া।

সর্বশেষ খবর