ভালোবাসা দিবসে প্রেমের ছবি দেখবে প্রেমিকযুগল। তাদের জন্য আজকের আয়োজন-
ঢালিউড
ময়নামতি : ১৯৬৯ সালে কাজী জহির নির্মিত ‘ময়নামতি’। ছবিটিতে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক ও কবরী। অশ্রু দিয়ে লেখা : ১৯৭২ সালে কামাল আহমেদ নির্মিত এ ছবিতে অভিনয় করেন রাজ্জাক, সুচন্দা, সুজাতা প্রমুখ।
অবুঝ মন : ১৯৭২ সালে কাজী জহির নির্মিত ‘অবুঝ মন’ ছবিতে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, সুজাতা। সুজন সখী : ১৯৭৫ সালে ‘সুজন সখী’ নির্মাণ করেন খান আতাউর রহমান। এতে অভিনয় করেন ফারুক ও কবরী। নয়নমণি : ১৯৭৬ সালে আমজাদ হোসেন নির্মাণ করেন নয়নমণি। এতে অভিনয় করেন ববিতা ও ফারুক। দি রেইন : ১৯৭৬ সালে এস এম শফী নির্মাণ করেন দি রেইন। এতে অভিনয় করেন ওয়াসিম ও অলিভিয়া।
অনন্ত প্রেম : ১৯৭৭ সালে নায়করাজ রাজ্জাক নির্মাণ করেন ‘অনন্ত প্রেম’। এতে অভিনয় করেন রাজ্জাক ও ববিতা। চাঁদনী : ১৯৯০ সালে এহতেশাম নির্মাণ করেন ‘চাঁদনী’ ছবি। এতে অভিনয় করেন শাবনাজ ও নাঈম।
মনের মাঝে তুমি : ২০০৩ সালে মতিউর রহমান পানু নির্মাণ করেন ‘মনের মাঝে তুমি’। অভিনয় করেন রিয়াজ ও পূর্ণিমা।
বলিউড
মুঘল-ই-আজম, ববি, সিলসিলা, কেয়ামত সে কেয়ামত তক, লওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
ম্যায়নে পেয়ার কিয়া, আশিকী, কুছ কুছ হোতা হ্যায়, বীর-জারা, লাভ স্টোরি, বেতাব।
হলিউড
কাসাব্লাঙ্কা, গন উইথ দ্য উইন্ড, রোমান হলিডে, ইট হ্যাপেনেড ওয়ান নাইট, সিটি লাইটস, ইটারনাল সানশাইন অব দ্য সটলেস মাইন্ড, দ্য নোটবুক, টাইটানিক, প্রিটি উম্যান, সানফ্লাওয়ার, লাভ স্টোরি।