বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাঘিনী সারা

শোবিজ ডেস্ক

বাঘিনী সারা

‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সারা আলী খান। এরপর ‘সিম্বা’, ‘লাভ আজকাল’ ও ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এবার সারা জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে। বাঘী ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে তাঁর অভিনয় করার গুঞ্জন উঠেছে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘হিরোপান্তি ২’ সিনেমায় সারা আলী খানকে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব না হওয়ায় এতে তাঁরা সুতারিয়াকে চুক্তিবদ্ধ করান। তবে এবার ‘বাঘী ফোর’ সিনেমায় টাইগারের বিপরীতে সারাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি। এর আগে ‘বাঘী’তে টাইগারের বিপরীতে দেখা যায় শ্রদ্ধা কাপুরকে। এরপর ‘বাঘী টু’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন টাইগারের ‘প্রেমিকা’ দিশা পাতানি। এ গল্পে তাঁকে মারা যেতে দেখা যায়। তাই নতুন পর্বে পুনরায় শ্রদ্ধার আগমন ঘটে। ‘বাঘী থ্রি’ পরিচালনা করেন আহমেদ খান। মুক্তি পায় ২০২০ সালের মার্চে। মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসা করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর