বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্য হলিউডের সিনেমায় অভিনয় নতুন কিছু নয়। এবার সেই ধারাবাহিকতায় নাম লেখাতে যাচ্ছেন বলিউডের শক্তিশালী অভিনেতা জ্যাকি শ্রফ। এবার বেশ বড় একটি প্রজেক্টে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, সিঙ্গাপুরভিত্তিক নির্মাতা শ্রেয়শি সেনের প্রযোজনায় সংগীতশিল্পী স্লো জোয়ের জীবন অবলম্বনে একটি সিনেমা হতে যাচ্ছে। সেখানে কাজ করবেন জ্যাকি।