বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নৃত্যযোগের আয়োজনে নৃত্য কর্মশালা

শোবিজ প্রতিবেদক

নৃত্যযোগের আয়োজনে নৃত্য কর্মশালা

১ আগস্ট থেকে পদ্মশ্রীগুরু লীলা স্যামসনের তত্ত্ব বধানে একটি অনলাইন ভরতনাট্যম কর্মশালার আয়োজন করেছে নৃত্যযোগ (ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স-এশিয়া প্যাসিফিকের বাংলাদেশ অধ্যায়)। এই ভার্চুয়াল কর্মশালায় ৬০ জন ভরতনাট্যম নৃত্যশিল্পী অংশগ্রহণ করছেন। কর্মশালা শুরুর আগে একটি উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনিসুল ইসলাম হিরো (সভাপতি, নৃত্যযোগ) এবং লুবনা মরিয়াম (সাধারণ সম্পাদক, নৃত্যযোগ)। অন্যদিকে প্রবীণ নৃত্যশিল্পী লায়লা হাসান এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। প্রসঙ্গত. পদ্মশ্রীগুরু লীলা স্যামসন ভারতের চেন্নাইয়ের একজন ভরতনাট্যম প্রবক্তা। একক শিল্পী হিসেবে তিনি তাঁর অসাধারণ নৃত্যশৈলীর জন্য পরিচিত এবং তাঁর নৃত্য সংস্থা স্পান্ধা ভরতনাট্যম কোরিওগ্রাফিতে নতুনত্ব আনার জন্য পরিচিত। ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত তিনি ‘কালাক্ষেত্রের’ পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি সংগীত নাটক আকাদেমি, নয়াদিল্লির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর