‘গল্প শেষে ঘুমের দেশে’র নতুন মৌসুমে এবার নীল পরীর বেশে দেখা যাবে অভিনেত্রী সালহা খানম নাদিয়াকে। আর তার সঙ্গে শিশুশিল্পী হিসেবে থাকছে তাজিম, তাসিন, ওয়াসিয়া ও সুবাইতা। এই পর্বে শিশুরা শুনবে পোল্যান্ডের প্রচলিত রূপকথা ‘ভিস্টুলা নদীর মৎস্যকন্যা’। দুরন্ত টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় এই ধারাবাহিক অনুষ্ঠানটির সব পর্ব নতুন ভাবনা আর নতুন গল্প নিয়ে সাজানো হয়েছে। প্রতিপর্বে শিশুরা একটি নতুন গল্প জানতে পারছে। শিশুর মনস্তত্ত্বের সঙ্গে সঙ্গতি রেখে গল্পগুলো নির্বাচন করা হয়েছে। বিখ্যাত শিশু সাহিত্য এবং বিভিন্ন দেশের প্রচলিত নানা গল্প নিয়েই এই আয়োজন। এবারের মৌসুমে শিশুরা মজার মজার গল্প শুনবে নানান রঙের পরীদের কাছ থেকে। শিশুদের মনে রূপকথা নিয়ে আলাদা ভাবনা কাজ করে। রূপকথার গল্পকে সহজ সাবলীল উপস্থাপন এবং নান্দনিক দিক প্রকাশ করতে বিভিন্ন চরিত্রে শিশু শিল্পীদের পাশাপাশি পরীদের ভূমিকায় তারকা ভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। এটি দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে রবিবার থেকে বৃহ¯পতিবার রাত ৯টা ৩০ মিনিটে। পরিচালনা করেছেন ফাহিমা আহমেদ চৈতী।