সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনায় চলছে নাটকের শুটিং নির্বাচনে মুখর অভিনয়শিল্পীরা

করোনায় চলছে নাটকের শুটিং নির্বাচনে মুখর অভিনয়শিল্পীরা

শুটিং থেমে নেই। করোনার মধ্যেও চলছে নাটকের শুটিং। সরকারি কোনো বিধিনিষেধ না থাকায় সবাই ব্যস্ত নাটক নির্মাণে।  অন্যদিকে সামনের নির্বাচনী আমেজে নাট্যজগৎ এখন উৎসবমুখর। বিস্তারিত লিখেছেন - পান্থ আফজাল

বেশ কয়েকবার করোনার ধাক্কায় বিপর্যস্ত শোবিজ অঙ্গন। মহামারিতে শিল্পী ও কলাকুশলীদের আক্রান্ত হওয়ার কারণে কয়েক দফা নাটকের শুটিং ছিল বন্ধ। এ অবস্থা চলছিল ২০১৯ সাল থেকেই। তবুও করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলছে নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মসহ ইউটিউব প্ল্যাটফরমের জন্য কনটেন্ট তৈরি। স্বাস্থ্যবিধি মেনে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নাটকের শুটিং চলমান রেখেছেন অনেক নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক। শুটিংয়ে নির্মাণ-সংশ্লিষ্টরা সচেতন হচ্ছেন না। এ নিয়ে অসন্তোষও রয়েছে অভিনয়শিল্পী-কলাকুশলীদের মধ্যে। পূর্বের সময়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করার শর্তে শুটিংয়ের অনুমতি দেওয়া হলেও হাতেগোনা কয়েকজন নির্মাতা সেটি এখনো অনুসরণ করছেন। শুটিং স্পটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাজ করতে না পারলে শুটিং বন্ধ রাখার দাবিও জানিয়েছিলেন পেশাদার অভিনয়শিল্পীদের অনেকেই। করোনার অনিয়ন্ত্রিত সংক্রমণ নিয়ে অনেক অভিনয়শিল্পীই উদ্বিগ্ন। কেউ কেউ করোনার ভয়ে শুটিং করাই বন্ধ করে দিয়েছেন। তারপরও টিভি চ্যানেলগুলোর চাহিদার কারণে নির্মাতা ও অভিনয়শিল্পীরা কাজ করে যাচ্ছেন। বন্ধ হচ্ছে না নাটকের শুটিং। আর শুটিং বন্ধের কোনো ঘোষণা আসেনি অভিনয়শিল্পী সংঘ থেকে। আগেও লকডাউনের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল সব ধরনের শুটিং। সে সময় কাজ না থাকায় কম আয়ের অভিনয়শিল্পী ও অন্য কলাকুশলীরা সাহায্যের জন্য ঘুরেছেন দ্বারে দ্বারে। এসব দিক বিবেচনায় হয়তো শুটিং বন্ধ রাখতে চায় না অভিনয়শিল্পী সংঘ। সালাউদ্দিন লাভলু বলেন, ‘শুটিং স্পটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তার জন্য আমাদের একটি মনিটরিং সেল আছে। তাঁরা নিয়মিত শুটিং স্পটে গিয়ে সরেজমিন পর্যবেক্ষণ করছেন। আর প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতাই সবচেয়ে জরুরি মনে হয় আমার কাছে।’ এর আগেও আরোপিত লকডাউনের মধ্যেই একক, টেলিফিল্ম, ধারাবাহিক নাটকের শুটিং হয়েছে প্রতিকূল পরিবেশেই এবং বর্তমানেও এ ধরনের বেশ কিছু নাটকের শুটিং চলমান আছে। করোনা মহামারির ধাক্কায় যেসব হাউসে শুটিং হয় সেগুলোর পরিচালনাকারীরাও রয়েছেন আর্থিক সংকটে। কারণ বেশির ভাগ শুটিং স্পটই বাড়ির মালিককে ভাড়া দিয়ে পরিচালিত হচ্ছে। শুটিং বন্ধ থাকলেও বাড়ি ভাড়া বন্ধ নেই। লকডাউনে শুটিং বন্ধ থাকার কারণে অনেকেই বিকল্প আয়ের উৎসের দিকে ঝুঁকছেন। তাই নিয়মকানুন অনুসরণ করেই শুটিং শুরুর ওপর জোর দিচ্ছেন নাট্যশিল্পীরা। তবে নতুন বছরে অভিনেত্রী রুনা খানের মতো অনেকেই এখনো শুটিংয়ে ফেরেননি। কেউ পুরো উদ্যমে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এফডিসি, উত্তরা, পুবাইল, ৩০০ ফুটসহ দেশের সব হাউসে এই করোনার মধ্যেও নাটক-ধারাবাহিকের শুটিং চলছে নিয়মিত। জনপ্রিয় তারকাদের পাশাপাশি শিশু, প্রবীণ-নবীন অভিনয়শিল্পীরা ব্যস্ত শুটিং নিয়ে। এদিকে আসাদুজ্জামান নূর ও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে ‘পোর্ট্রেট’ নামে একটি নাটক নির্মাণের কথা ছিল নির্মাতা তুহিন হোসেনের। তবে আসাদুজ্জামান নূরের অসুস্থার কারণে তাও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান এই নির্মাতা। উত্তরা-পুবাইলে ‘মা বাবা ভাই বোন’, ষন্ডাপান্ডা, বউদৌড়সহ অনেক ধারাবাহিক নাটকের শুটিং চলছে নিয়মিত। আর দেশীয় টেলিভিশন চ্যানেল, অডিও প্রোডাকশন হাউস ও অন্যান্য হাউসের প্রযোজনায় নির্মিত নাটকগুলোর শুটিংও তো চলছেই। এরই মাঝে ২৮ জানুয়ারি অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ফলে করোনা পরিস্থিতির মধ্যেও এই নির্বাচনকে ঘিরে চলছে উৎসবমুখর পরিবেশ। মগবাজার, শিল্পকলা, এফডিসি, নিকেতনপাড়াসহ শুটিং হাউসগুলোতে চলছে জোর প্রচারণা। মনোনয়নপত্র দাখিলের তালিকায় আগের কমিটির শিল্পীদের পাশাপাশি নতুন তারকামুখ যুক্তও হয়েছে। প্রাথমিকভাবে ক্যান্ডিডেট তালিকা প্রকাশ হলেও চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৮ জানুয়ারি। আর ২১ তারিখে অনুষ্ঠিত হবে ‘মিট দ্য ক্যান্ডিডেট’। এদিকে কাকতালীয়ভাবে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে দেশীয় শোবিজ তারকাদের দুই সংগঠনের নির্বাচন। এই দিনে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনও হচ্ছে। তাই পুরো শোবিজ অঙ্গন এখন জমজমাট। দুই নির্বাচন ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে বিনোদনপাড়া। হাওয়া লেগেছে শোবিজের বাইরেও। ২ বছরমেয়াদি অভিনয়শিল্পী সংঘের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ২১ জুন। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। নির্বাচনের চার দিন পর দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি। তাদের মেয়াদ শেষ হয় গত জুনে। যদিও দীর্ঘ ৬ মাস দেরিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। সভাপতি হিসেবে আহসান হাবিব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন নিপু এবং সাধারণ সম্পাদক পদে কবীর টুটুল ও রওনক হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে সহ-সভাপতি পদে লড়ছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানভীন সুইটি, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন খায়রুল আলম সবুজ, নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। 

সর্বশেষ খবর