শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

উৎসবমুখর পরিবেশে টেলিভিশন শিল্পী সংঘের নির্বাচন সম্পন্ন

শোবিজ প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশে টেলিভিশন শিল্পী সংঘের নির্বাচন সম্পন্ন

নতুন নেতৃত্বের জন্য উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হলো টেলিভিশন শিল্পী সংঘের। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ৭৪৮ জন ভোটার এ সময়ের মধ্যে ভোট প্রদান করেন।

শিল্পী সংঘের নির্বাচনে মোট ২১টি পদে ৫০ জন অভিনেতা-অভিনেত্রী প্রার্থী হয়েছেন। সকাল থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে তারকারা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে ভালো মানের নাটক নির্মাণ, নাটকে বাজেট ও শুটিং হাউস বাড়ানো এবং শিল্পীদের নানা সমস্যা সমাধান করবেন। অভিনয় শিল্পী সংঘের এবারের নির্বাচনে কোনো প্যানেল নেই। সভাপতি (একটি) পদের জন্য প্রার্থী হয়েছেন দুজন। তাঁরা হলেন- আহসান হাবিব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন নিপু।

সহসভাপতি (তিনটি) পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তাঁরা হলেন- আনিসুর রহমান মিলন, তানিয়া আহমেদ, ইকবাল বাবু, সেলিম মাহবুব ও দিলু মজুমদার। সাধারণ সম্পাদক (একটি) পদের জন্য লড়ছেন দুজন। তাঁরা হলেন- এম এস কামরুল হাসান (রওনক হাসান) ও আলমগীর কবীর (কবীর টুটুল)।

যুগ্ম সাধারণ সম্পাদক (দুটি)  পদের জন্য প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও মো. জামিল হোসেন।

সর্বশেষ খবর