বহুমাত্রিক দুই গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। যে দুজনের একসঙ্গে প্রথম আলোচিত কাজ ছিল ‘মনপুরা’। দুজনে এবার ওয়েব অঞ্চলে মুখোমুখি হলেন। দুজনকে নিয়ে প্রথমবার একটি রহস্য-সিনেমা বানিয়েছেন অনম বিশ্বাস। ছবিটির নাম ‘দুই দিনের দুনিয়া’। সুখবর হলো ১০০ মিনিট দৈর্ঘ্যরে ছবিটি অন্তর্জালে মুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর রাত ৮টায়। এমনটাই জানান নির্মাতা অনম।
এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ওয়েবে আমি ভিন্ন ভিন্ন গল্পে অনেক কাজ করেছি, তবে ‘দুই দিনের দুনিয়া’র গল্পটা আগের সব গল্প থেকে একদম আলাদা। আমি সব সময় চাই নতুন গল্পে নতুন চরিত্রে কাজ করার জন্য। এখন আমাদের খুব চিন্তা করে কাজ করতে হয়। কাজ করার জন্য করছি ব্যাপারটা মোটেও এরকম নয়। কেননা, আমাদের দর্শক শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। পরিচালক অনম বিশ্বাস ও তার দক্ষ দল মিলে সব দর্শককে খুব ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছে। দর্শকের যে ক্ষুধা বা রুচি সেই জায়গা থেকে আমি মনে করি, একটি মানসম্পন্ন কাজ হয়েছে ‘দুই দিনের দুনিয়া’।
বাবু-চঞ্চলের গল্পটা এমন- ট্রাক ড্রাইভার সামাদের সঙ্গে হাইওয়েতে দেখা হয় জামশেদ নামের এক অদ্ভুত ও রহস্যময় লোকের। জামশেদ দাবি করে সে নাকি ভবিষ্যৎ থেকে এসেছে। সামাদ বুঝে উঠতে পারে না জামশেদ আসলে কী? পীর, সাধক বা গণক জাতীয় কেউ, নাকি একজন বাটপাড়! জামশেদের সঙ্গে সামাদের শুরু হয় দুই দিনের এক জার্নি।