বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিষণ্ন প্রিয়াঙ্কা...

শোবিজ ডেস্ক

বিষণ্ন প্রিয়াঙ্কা...

সভ্যতা আর অর্থনীতির বিকাশ ঘটেছে ঠিকই। কিন্তু পৃথিবীর এমন অনেক অঞ্চল রয়েছে, যেখানে এখনো মানুষ দিনে একবেলা খাবারও খেতে পায় না। শিশুরা খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় ভোগে, চলে যায় মৃত্যুর কাছাকাছি। এমন নিষ্ঠুর বাস্তবতা নিজ চোখে দেখে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দেখার পর তাঁর মন বিষণ্ন হয়ে আছে। অভিনয়ের পাশাপাশি মানুষ ও সমাজের জন্য কাজ করেন প্রিয়াঙ্কা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে-অঞ্চলে ছুটে যান, অসহায় মানুষের দুঃখ-দুর্দশা দেখে সহযোগিতার চেষ্টা করেন। এ সূত্রেই সম্প্রতি কেনিয়ায় গিয়েছিলেন পিসি। কিন্তু ফিরে এলেও সেখানকার অসহায় শিশুদের মলিন মুখগুলো তাঁর মনে জেঁকে আছে। চলতি বছরের প্রথমদিকে মা হয়েছেন প্রিয়াঙ্কা। তাই কেনিয়ার শিশুদের কষ্ট তাঁকে আরও বেশি মর্মাহত করেছে। তিনি বলেন, ‘আমি ভাবতে পারছি না, যদি আমার সন্তান ক্ষুধায় কান্না করত, তখন আমার মানসিক অবস্থা কেমন হতো! সেখানকার নারীরা নিজেরা দিনের পর দিন না খেয়ে থাকে, যাতে তাদের সন্তানরা একটু খাবার পায়; এতে বোঝা যায় মানুষের মধ্যে বিশেষত ওই নারীদের মনে অনেক বেশি শক্তি রয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর