রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাচসাস সম্মাননা পেলেন যাঁরা

শোবিজ প্রতিবেদক

বাচসাস সম্মাননা পেলেন যাঁরা

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ‘বাচসাস’-এর ২০২২-২৪ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বাচসাস সম্মাননা-২০২২ অনুষ্ঠিত হয়ে গেল গতকাল। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বাচসাস সম্মাননা-২০২২ প্রদান করা হয়। সাহিত্যনির্ভর চলচ্চিত্রের জন্য রাবেয়া খাতুন (মরণোত্তর) ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক (মরণোত্তর), কথাসাহিত্যিক সেলিনা হোসেন, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার (মরণোত্তর), বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী (মরণোত্তর), মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে নাসিরুদ্দিন ইউসুফ, সাংস্কৃতিক জাগরণের জন্য লিয়াকত আলী লাকী, আনিসুল হক, নাটক ও চলচ্চিত্রে বিশেষ অবদানে মাসুম রেজা।

একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক পাভেল রহমান, চলচ্চিত্র ও নিরাপদ সড়ক আন্দোলনে ইলিয়াস কাঞ্চন, টিভি সাংবাদিকতায় মোজাম্মেল বাবু, চলচ্চিত্র প্রযোজনায় হাবিবুর রহমান খান, হাসিনা : এ ডটারস টেল চলচ্চিত্রের জন্য পিপলু আর খান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান, চারুশিল্পী, অভিনয় ও নির্দেশনায় আফজাল হোসেন, চলচ্চিত্রে শাকিব খান ও সংগীতে কণ্ঠশিল্পী কোনাল ও ইমরান।

সর্বশেষ খবর