শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শাকিরারও বয়কট

শোবিজ ডেস্ক

শাকিরারও বয়কট

শেষ পর্যন্ত বিশ্বকাপ ফুটবল আসর থেকে সরে দাঁড়ালেন কণ্ঠশিল্পী শাকিরাও। এর আগে তারকা ডুয়া লিপা বয়কট করেন এই আসর। এবার এ আসর বসছে কাতারে। এর জন্য শুরু থেকেই আয়োজক প্রতিষ্ঠান ফিফার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছিল বিশ্বের নানা তারকা এবং বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান। প্রায় সবার অভিযোগ এমন- ফিফা মানবাধিকারের চেয়ে আর্থিক লাভটা বেশি দেখেছে এবারের আয়োজনের মাধ্যমে। উদ্বোধনী চমকের আগ মুহূর্তে শিল্পীদের পক্ষ থেকে যে এভাবে বিস্ফোরণ ঘটবে, সেটি সম্ভবত কেউ ধারণা করেনি। উদ্বোধনীর দুই দিন আগে দুটো বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিলেন ব্রিটিশ তারকা ডুয়া লিপা এবং কলোম্বিয়ান তারকা শাকিরা। শাকিরার মুখপাত্র বলেছেন, ‘এটা নিশ্চিত যে, শাকিরা উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করবেন না। তবে বিশ্বকাপের অন্য কোনো অংশে, অন্য কোনো ভূমিকায় তাঁকে দেখা যাবে কি না তা এখনো বলা যাচ্ছে না।’ কাতার বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে নিযুক্ত অনেক শ্রমিক মারা গেছেন বলে অভিযোগ। এতে শাকিরা মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করেন।  এ ছাড়া সমকামীদের অধিকার এবং মানুষের পোশাকের স্বাধীনতা নিয়েও শাকিরার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর