শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন তাঁরা

শোবিজ প্রতিবেদক

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন তাঁরা

দেশের প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের ৮২তম জন্মদিন ছিল গতকাল। এ উপলক্ষে দেশের সাত গুণীজনকে দেওয়া হয়েছে ‘বশির আহমেদ সম্মাননা’। সারগাম সাউন্ড স্টেশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘বশির আহমেদ সম্মাননা-২০২২’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বছর সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী  সৈয়দ আবদুল হাদী, সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গীতিকার মো. রফিকুজ্জামান, যন্ত্রশিল্পী সুনীলচন্দ্র দাস, বিশেষ ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও প্রবাসী বাঙালি ডা. বতদুল রহমান। গতকাল বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। আলোচনা পর্বের শুরুতে শিল্পী বশির আহমেদের স্মৃতিচারণা করেন তাঁর পুত্র রাজা বশির ও কন্যা হোমায়েরা বশির। সম্মাননা প্রদানের পর বশির আহমেদের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। সবশেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।  অনুষ্ঠানে একক সংগীত, দ্বৈত সংগীত, কবিতা পাঠ ইত্যাদির মাধ্যমে শিল্পী বশির আহমেদের স্মৃতিচারণা করা হয়।

সর্বশেষ খবর