রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
২৮তম ট্রাব অ্যাওয়ার্ড-২০২২

সেরা ছবি হাওয়া, শিল্পী চঞ্চল-পূজা

শোবিজ প্রতিবেদক

সেরা ছবি হাওয়া, শিল্পী চঞ্চল-পূজা

সম্মাননা নিচ্ছেন বাঁ থেকে দিঠি আনোয়ার, রোজিনা, সোনিয়া ও জায়েদ খান

সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘হাওয়া’। চঞ্চল চৌধুরী, পূজা চেরি, তারিন জাহান, সাজ্জাদ হোসেন দোদুলসহ অনেক গুণীজন পেয়েছেন ২৮তম ট্রাব অ্যাওয়ার্ড-২০২২। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান করে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে খন্দকার ইসমাইলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বাচসাস সভাপতি রাজু আলীম। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ট্রাব অ্যাওয়ার্ডে যাঁরা ভূষিত হয়েছেন- মরণোত্তর সম্মাননা-গাজী মাজহারুল আনোয়ার। চলচ্চিত্রে রোজিনা, ডিপজল, ফেরদৌস, জায়েদ খান, রেসি, আহসান উল্লাহ মণি, সাহিত্যে ইমদাদুল হক মিলন, শিক্ষায় প্রফেসর ড. হামিদা খানম ও রন্ধন শিল্পে সোনিয়া রহমান। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- মেজবাউর রহমান সুমন, চিত্রনাট্য ও সংলাপ-সাইদুল ইসলাম রানা (বীরত্ব), কাহিনিকার-গোলাম আজাদ খান, অভিনেতা-চঞ্চল চৌধুরী (হাওয়া), অভিনেত্রী- পূজা চেরি (শান), অ্যাক্ট্রেস অব দ্য মোমেন্ট-নিপুণ আক্তার (বীরত্ব), সংগীত পরিচালক-ইমন চৌধুরী (হাওয়া), গীতিকার-হাশিম মাহমুদ (হাওয়া), গায়ক-এরফান মৃধা শিবলু (হাওয়া-সাদা সাদা কালা কালা), গায়িকা-আতিয়া আনিসা (পরাণ-চল নিরালায়), বিশেষ জুরি অ্যাওয়ার্ড-অয়ন চাকলাদার (পরাণ), ক্রিটিক্স অ্যাওয়ার্ড-নাফিজা তুষি (হাওয়া), নৃত্য পরিচালক-ইউসুফ খান, বিশেষ জুরি অ্যাওয়ার্ড- জাকিয়া মুন, ফ্যাশন আইকন ও নবাগত চিত্রনায়িকা মানসী। টেলিভিশন বিভাগে অভিনেতা (একক নাটক)-আবদুন নূর সজল (ড্রিম গার্ল), অভিনেত্রী (একক নাটক)-তারিন জাহান (আমি মায়ের কাছে যাব), উপস্থাপিকা-তানিয়া আফরিন (দীপ্ত টিভি), আলোচিত উপস্থাপিকা-মৌসুমী মৌ (গাজী টিভি), নাট্যকার (একক নাটক)-শহিদ রাহমান (আমি মায়ের কাছে যাব), নাট্য নির্দেশক (একক নাটক)-রেজাউল করিম কাজল, কত্ত দিন স্কুলে যাই না, শিশুশিল্পী- তানভীন ইউসুফ (বিউটি বোর্ডিং ১৯৭১), খুদে মডেল- দিলশান চৌধুরী, বিশেষ জুরি অ্যাওয়ার্ড-ফারজানা করিম, নিউজ প্রেজেন্টার, কবি ও আবৃত্তি শিল্পী, শারমিন রমা, নিউজ প্রেজেন্টার ও প্রডিউসার, বিবিসি বাংলা। ধারাবাহিক নাটক-নাট্যকার (ধারাবাহিক)-সাজ্জাদ হোসেন দোদুল (মুসা), প্রযোজক (ধারাবাহিক)-রাশেদা আক্তার লাজুক (মুসা), নাট্য পরিচালক (ধারাবাহিক)-সাজ্জাদ হোসেন দোদুল (মুসা), অভিনেতা (ধারাবাহিক)-সাজ্জাদ হোসেন দোদুল (মুসা), আলোচিত ওয়েব সিরিজ অভিনেতা-আমিনুর রহমান লিটন (ডোম), নাট্যকার (ইউটিউব চ্যানেল)-ফেরারী ফরহাদ (বেশরম)। সংগীতে বিশেষ জুরি সম্মাননা-হাসান মতিউর রহমান, লোকসংগীতে শেখ শাহ আলম, গীতিকার, আমাদের বঙ্গমাতা, ধ্রুব গুহ, সংগীতে নবজাগরণের জন্য, গায়িকা (আধুনিক)-আঁখি আলমগীর, (ব্যান্ড)-মেহরিন।

পপুলার সিঙ্গার-সুমী শবনম, গান-ভাল্লাগে, সুরকার- কিশোর দাশ (বাবা ছেলের টান), গীতিকার-জামাল হোসেন (তুমি চিরদিন), গীতিকার (দেশাত্মবোধক)- এনামুল কবির সুজন (বাংলাদেশ আমার), সংগীত পরিচালক-জে কে মজলিস, প্রমিজিং সিঙ্গার (ফিমেল)-রায়না, (মেল)-জিসান খান শুভ, মিউজিক ভিডিও ডিরেক্টর-চন্দন রায়, প্রমিজিং মিউজিক ভিডিও ডিরেক্টর-রাজ বিশ্বাস, বিশেষ জুরি সম্মাননা- ইথুন বাবু, সংগীত পরিচালক।  রাজা কাশিফ ও রুরায়েত জাহান, হুমায়রা বশির, কণ্ঠশিল্পী, রাজা বশির, কণ্ঠশিল্পী, ডিজে সানিকা, ফিউশন মিউজিশিয়ান।

সর্বশেষ খবর