রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নস্টালজিক অমিতাভ

শোবিজ ডেস্ক

কলকাতা আমাকে জড়িয়ে রেখেছে ভালো লাগায়-ভালোবাসায়, এখানে আসতে পারলে খুশি হই, তাই ডাক পেলেই ছুটে আসি, বলেন অমিতাভ বচ্চন। আগামীতে কলকাতাই ভারতীয় চলচ্চিত্রের নতুন ঠিকানা হয়ে উঠবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে যোগ দিয়ে এই ‘প্রত্যাশার’ কথা বলছিলেন বিগ-বি। অনুষ্ঠানে কলকাতা নিয়ে নস্টালজিক হয়ে যান অমিতাভ। তিনি বলেন, ‘আমার চাকরি জীবন শুরু কলকাতা থেকে। জীবনের একটি বড় সময় এই শহরে কাটিয়েছি। এই শহর আমাকে জড়িয়ে রেখেছে ভালো লাগায়-ভালোবাসায়। এখানে আসতে পারলে খুশি হই, তাই ডাক পেলেই ছুটে আসি। আমি মনে করি কলকাতাই হবে চলচ্চিত্রের নতুন ঠিকানা’। অমিতাভ মনে করেন, সিনেমায় আজকাল নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাও কিছুটা হুমকিতে আছে। লেখক-নির্মাতা সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং হৃত্বিক ঘটকের প্রসঙ্গ তুলে এই কিংবদন্তিদের ধ্যান-ধারণা হৃদয়ে ধারণ করার তাগিদ দেন তিনি।  কাজের ক্ষেত্রে  বৈচিত্র্যের আহ্বান জানিয়ে অমিতাভ বলেন, ‘শিল্পীদের বিভক্ত করে এমন পার্থক্য গুঁড়িয়ে দেওয়া উচিত।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর