শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নেপাল জয় করল যুবরাজের ‘আদিম’

 শোবিজ প্রতিবেদক

নেপাল মানবাধিকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দশম আসরের পর্দা নামল গত বুধবার। চার দিনব্যাপী এই উৎসবে পুরস্কার জিতল চলতি বছর মস্কোজয়ী বাংলাদেশি চলচ্চিত্র ‘আদিম’। বুধবার সন্ধ্যায় উৎসব সমাপনী আয়োজনে এ বছরের

সেরা সিনেমাগুলোর নাম ঘোষণা করা হয়। জানানো হয়, আন্তর্জাতিক বিভাগে সেরা ফিচার ফিল্মের পুরস্কার অর্জন করে ‘আদিম’। একই বিভাগে সেরা নন-ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে লিরিস হার্মের ডকুফিল্ম ‘শেফার্ডস অন আর্থ’।

এ ছাড়া রাশিয়ান সিনেমা ‘হেজা’কে দেওয়া হয় স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড। ১৮ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে বসে এই চলচ্চিত্র উৎসবের আসর। যেখানে উৎসব আয়োজকদের আমন্ত্রণে উদ্বোধনী দিনেই উপস্থিত হন ‘আদিম’ নির্মাতা যুবরাজ শামীম। নেপালে পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ বলেন, মস্কোর পর আর কোনো উৎসবে ‘আদিম’ জমা দিইনি।

মস্কোতে পুরস্কৃত হওয়ার পর বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ নিজ উদ্যোগে আদিমের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যার ফলে ইতালি ও আমেরিকার দুটি উৎসবে ‘আদিম’ প্রদর্শিত হয়েছে। 

 

সর্বশেষ খবর