২৭ ও ২৮ ডিসেম্বর আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট ৩.০। দুই দিনে পারফর্ম করবে ৩২টি ব্যান্ড। বাংলালিংক ও স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে ২৭ ডিসেম্বর পারফর্ম করবে রক ব্যান্ড দল আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সারকাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ। অন্যদিকে ২৮ ডিসেম্বর পরিবেশনায় থাকছে আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, এভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনসাশ ও ওয়ারফেজ।