অভিনেত্রী দীপা খন্দকার ও রন্ধনশিল্পী সোনিয়া রহমান এবার ছোট পর্দার দর্শকদের সামনে আসছেন ‘এক্সপার্ট রান্নাঘর’ নিয়ে। রান্না নিয়ে নানা গল্প, শীতের মজার পিঠা তৈরি ও এর রেসিপি প্রদানসহ তাঁদের অন্তরালের অনেক মজার খবর নিয়ে নাগরিক টিভির পর্দায় হাজির হচ্ছেন দুই ভুবনের এই দুই তারকা। সম্প্রতি ‘এক্সপার্ট রান্নাঘর’-এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি প্রযোজনা করেছেন আনিস ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কামরুজ্জামান বাবু। দীপা খন্দকার ছোট পর্দার নাটকের জনপ্রিয় মুখ আর সোনিয়া রহমান দেশের প্রায় সব টিভি চ্যানেলে রান্নার অনুষ্ঠানে এবং জাতীয় পত্রিকায় রান্নার রেসিপি নিয়ে নিয়মিত হাজির হচ্ছেন।