শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাতিঘরের ‘মাংকি ট্রায়াল’

শোবিজ প্রতিবেদক

বাতিঘরের ‘মাংকি ট্রায়াল’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় দর্শকের মুখোমুখি হতে চলেছে বাতিঘরের ‘মাংকি ট্রায়াল’। জেরম লরেন্স এবং রবার্ট এডউইন লির ‘ইনহেরিট দ্য উইন্ড’র গল্প অবলম্বনে এ নাটকটির নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন মুক্তনীল। গত ৩১ ডিসেম্বর নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর পর ঢাকার মঞ্চে ব্যাপক আলোচনায় এসেছে। নাটকটি মূলত ১৯২৫ সালের, আমেরিকার বহুল আলোচিত ‘স্কোপস মাংকি ট্রায়াল’ ঘটনা অবলম্বনে নির্মিত। নাটকটিতে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমি, তারানা তাবাসসুম চেরী, স্মরণ বিশ্বাস, সঞ্জয় হালদার, জর্জ দীপ্ত, রুম্মান শারু, ইয়াসির আরাফাত, ফয়সাল মাহমুদ, রাজু আহমেদ, আহসান, উম্মে হাবিবা, শৈবাল, নাদিয়া জান্নাত, তাস্বিন, জুবিসহ বাতিঘরের নাট্যকর্মীরা। দেশের তারুণ্যদীপ্ত নাটকের দল বাতিঘর ভিন্নধারার কাজের ধারাবাহিকতায় এর আগে ঊর্ণাজাল, অলিখিত উপাখ্যান, হিমুর কল্পিত ডায়েরি, র‌্যাডক্লিফ লাইন মঞ্চায়নের মধ্য দিয়ে দর্শকদের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর