একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল। শাবানা থেকে শাবনূরসহ কয়েক প্রজন্মের নায়ক-নায়িকা তাঁর নৃত্য পরিচালনায় সিনেমায় কাজ করেছেন। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি তাঁকে হাসপাতালে দেখতে যান চলচ্চিত্র অভিনয়শিল্পী জায়েদ খান ও চিত্রনায়ক জয় চৌধুরীসহ সিনেমা অঙ্গনের কয়েকজন। জায়েদ খান লিখেছেন, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল সাহেব ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা ভালো নয়। সবাই দোয়া করবেন।