রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সুবর্ণা মুস্তাফার অনুভূতি

শোবিজ প্রতিবেদক

সুবর্ণা মুস্তাফার অনুভূতি

গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিনের আয়োজনে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, যদি এমন একটা দিন আসে, ইংরেজি সাহিত্যের কোনো বই আর নেই, চার্লস ডিকেনসের বই ছাড়া। তখন যদি শুধু তাঁর ‘ডেভিড কপারফিল্ড’ উপন্যাসটি পড়া হয়, তাতেও বোঝা যাবে ইংরেজি সাহিত্য কতটা উঁচুতে পৌঁছেছিল। এ কথার রেশ ধরে সুবর্ণা মুস্তাফা বোঝালেন বাংলা গানের মানপত্র, ধরা যাক কোনো কারণে বাংলাদেশের কোনো গান খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু গাজী মাজহারুল আনোয়ারের গানগুলো পাওয়া যাচ্ছে। তখনও বোঝা যাবে বাংলা গান কত সমৃদ্ধ ছিল। ধরা যাক, গাজী চাচার অন্য কোনো গান খুঁজে পাওয়া যাচ্ছে না; শুধু একটি গান পাওয়া যাচ্ছে, তা হলো ‘জয় বাংলা বাংলার জয়’;  যে গানটি তাঁকে একুশে পদক এনে দিয়েছে, স্বাধীনতা পদক এনে দিয়েছে, সেই গানটিই প্রমাণ করে দেবে যে বাংলা গান, দেশপ্রেমের গান কোথায় পৌঁছেছে।

সর্বশেষ খবর