সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মুগ্ধতার এক কত্থক নৃত্যসন্ধ্যা

 শোবিজ প্রতিবেদক

মুগ্ধতার এক কত্থক নৃত্যসন্ধ্যা

জাতীয় নাট্যশালায় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় কত্থক নৃত্য কর্মশালা ও কত্থক নৃত্যসন্ধ্যা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নৃত্যাঞ্চলের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। কত্থক নৃত্যসন্ধ্যায় ছিল শিবলী মোহাম্মদের পরিচালনায় ও শামীম আরা নীপার তত্ত্বাবধানে নৃত্য পরিবেশনা। কত্থক নৃত্যসন্ধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মধুমিতা রায়সহ নৃত্যাঞ্চলের তিন শতাধিক কত্থক নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। শিবলী মোহম্মদ জানান, এই কত্থক সন্ধ্যা নিবেদন করা হয়েছে উপমহাদেশের প্রবাদপ্রতিম নৃত্যব্যক্তিত্ব পন্ডিত বিরজু মহারাজের নামে। কত্থক নাচের এই কিংবদন্তি নৃত্যসাধকের কাছে আমি দীক্ষা নেই। শামীম আরা নীপা জানান, ‘নৃত্যাঞ্চল প্রতিষ্ঠার পর থেকেই আমরা চেষ্টা করেছি নিজেদের অপূর্ণতাকে পূর্ণ করতে, জানতে, শিখতে ও শেখাতে। তারই ধারাবাহিকতায় একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে যতটুকু সম্ভব, আমরা কর্মশালার আয়োজন করেছি।’  বিরজু মহারাজ প্রয়াত হয়েছেন। কিন্তু পৃথিবীতে রেখে গেছেন অনেক শিক্ষার্থী, যারা তার ধারাটি বহন করে চলবেন যুগের পর যুগ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নৃত্যাঞ্চলের আয়োজন কত্থক সন্ধ্যা, জানালেন শিবলী ও নীপা।

 

সর্বশেষ খবর