আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই মুক্তি পেতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ইন্দুবালা ভাতের হোটেল। বড় পর্দার দাপুটে অভিনেত্রী ধরা দেবেন একদম অন্যভাবে।
শুভশ্রী জানান, ‘আগে অনেকের ধারণা ছিল শুভশ্রী অভিনয় পারে না। তাই অনেকেই তখন সুযোগ দেয়নি। আমি কারও ভুল ভাঙাতে পারব না। মানুষকে নিজেকে সাহস দেখাতে হবে। রাজ চক্রবর্তী দেখিয়েছিল সেটা। এখন যদি কেউ এসে পাঠান ছবিতে দীপিকাকে যে চরিত্রে দেখা গিয়েছিল তেমন কোনো চরিত্র দেন নিশ্চয় করব। আগে দেখতে হবে সেই চরিত্রের গভীরতা কতটা। এ ছাড়া আমি এখন একটা প্রেমের ছবি করতে চাই। একদম রগরগে প্রেমের ছবি। অনেকটা কবীর সিংয়ের মতো।’