বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নেপালে পুরস্কৃত ‘সাঁতাও’

শোবিজ প্রতিবেদক

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে ‘সাঁতাও’। খন্দকার সুমন পরিচালিত চলচ্চিত্রটির প্রযোজক শারিফ উল আনোয়ার সজ্জন, অভিনয় শিল্পী আইনুন পুতুল এবং বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রফিকের হাতে বিচারকমন্ডলী পুরস্কারটি তুলে দেন। ১৬ থেকে ২০ মার্চ নেপালে অনুষ্ঠিত হয়েছে ‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবে ওয়ার্ল্ড প্যানোরমা ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে সম্প্রতি রাজধানী কাঠমান্ডুর দুটি সিনেপ্লেক্সে প্রদর্শিত হয় ‘সাঁতাও’। ৩ মার্চ ‘সাঁতাও’ চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ প্রতিযোগিতার সেরা ‘প্রযোজনা এবং পরিকল্পনা’ পুরস্কার বিভাগে পুরস্কৃত হয়।

এরপর ৫ মার্চ ভারতের কেরালা প্রদেশের ত্রিশূল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশূলের (ইন্ডিয়া) ১৮তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। তার আগে চলচ্চিত্রটি গত ২৩ জানুয়ারি ঢাকা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল।

সর্বশেষ খবর