ঢাকাই ছবির অসম্ভবকে সম্ভব করার জনপ্রিয় নায়ক অনন্ত জলিল এই ঈদে নতুন চমক নিয়ে দর্শকের সামনে বড় পর্দায় হাজির হচ্ছেন। ঈদে মুক্তি পাচ্ছে অনন্ত-বর্ষা জুটির ছবি ‘কিল হিম’। ছবিটি নির্মাণ করেছেন ইকবাল। এ ছবিতে অনন্তর কথায় তার চরিত্রটি একজন ভিলেনের। ছবির নায়িকা বর্ষাই তাকে ভিলেন হতে বাধ্য করেছেন। সম্প্রতি প্রকাশিত ‘কিল হিম’ ছবির ট্রেলার দেখেও অনন্তর সেই কথার সত্যতা মিলেছে। কিন্তু হঠাৎ করে আবার এই ছবির একটি লুক ধরা পড়েছে। আর তাতে দেখা গেছে অনন্ত পুলিশের পোশাকে পুলিশ দফতরে বসে আছেন। এটি দেখেই স্বাভাবিকভাবে দর্শকের মনে প্রশ্ন উঠেছে, কিলার অনন্তর গায়ে পুলিশের পোশাক কেন? অনন্ত ও এই ছবির নির্মাতার কাছে জানতে চেয়েও এর কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি। তাদের কথায়- এটি চমক হয়েই থাকুক, অনন্তর নতুন এই রূপ দেখতে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।