শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কুসুম সিকদারের গল্প-চিত্রনাট্য ও নির্মাণে সিনেমা ‘শরতের জবা’

শোবিজ প্রতিবেদক

কুসুম সিকদারের গল্প-চিত্রনাট্য ও নির্মাণে সিনেমা ‘শরতের জবা’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম সিকদার অভিনয় থেকে দূরে রয়েছেন দীর্ঘদিন। তবে নাটকে তেমন আগ্রহ না থাকলেও ছবির কাজ নিয়ে ভেবেছেন। আর লেখালেখি নিয়েও বেশ ব্যস্ত ছিলেন তিনি। সেই ফলশ্রুতিতে বইমেলায় ‘শরতের জবা’ প্রকাশ করেছিলেন। এবার সেই গল্প থেকে সিনেমা নির্মিত হচ্ছে। নামও ‘শরতের জবা’। যেটির গল্প ও চিত্রনাট্য তৈরির পাশাপাশি নির্মাতা হিসেবেও যুক্ত হয়েছেন, অভিনয়ও করেছেন। আর তার সঙ্গে সুমন ধর নামে আরেকজন নির্মাতাও রয়েছেন। আরেকটি চমক হচ্ছে, এটি তার প্রযোজনা হাউস ‘পহরডাঙ্গা পিকচার্স’র ব্যানারে নির্মিত হচ্ছে। এ প্রসঙ্গে কুসুম সিকদার জানান, ‘আমি অভিনয় থেকে একেবারে বিদায় নিইনি। ব্যক্তিগত কিছু বিষয়ের জন্যই এটি থেকে দূরে ছিলাম। তবে অভিনয় না করলেও এ অঙ্গনের সহকর্মী ও নির্মাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। এবার আমার গল্প ও চিত্রনাট্যে আমার প্রযোজনা হাউস থেকে ১২০ মিনিট দৈর্ঘ্যরে ফিল্ম ‘শরতের জবা’ নির্মাণ করছি। এটি আমার বইয়ের গল্প, যেটি এবার বইমেলায় বের হয়েছিল। নির্মাণের পাশাপাশি এটিতে অভিনয়ও করেছি। আর সিনেমায় মিউজিক করেছেন খৈয়াম শানু সন্ধি। একটা গান করেছেন ইমন চৌধুরী। আশা রাখছি, আমার ভক্তদের ফিল্মটি দেখে ভালো লাগবে।’ জানা যায়, ‘শরতের জবা’তে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নিদ্রা দে নেহা, বড়দা মিঠু, নরেশ ভূঁইয়া, অশোক, পঙ্কজ, জাহাঙ্গীরসহ অনেকেই।

সর্বশেষ খবর