সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা

সৈকতে বেবিগার্ল তিশা

 শোবিজ প্রতিবেদক

সৈকতে বেবিগার্ল তিশা

বাংলাদেশে যেসব তারকা সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়, তাদের একজন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এবার ফেসবুকে তিশাকে দেখা গেল থাইল্যান্ডের ফি ফি সৈকতে। সাগরের নীল জলরাশি আর নীল আকাশ যেখানে মিলেমিশে একাকার হয়েছে, থাইল্যান্ডের সেই ফি ফি সৈকতে গিয়েছিলেন তানজিন তিশা। ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন, ‘বেবিগার্ল, তুমি নিশ্চই জয়ী হবে এবং এটাই গল্পের শেষ।’ অবশ্য কোনো গল্প বা তার শুরু কোথায়, তা জানাননি এই অভিনেত্রী। পশ্চিমা পোশাক বরাবরই পছন্দ তিশার। কালো রঙের পোশাক পরা তিশার চোখও ঢাকা কালো চশমায়। কানে বাহারি রঙের লম্বা দুল। সমুদ্রপাড়ের আগে তিশা গিয়েছিলেন থাইল্যান্ডের একটি পার্কে। হৃদয় আকৃতির ফুল গাছের ঝাড়ের সামনে তোলা ছবিতে তিশা হাজির হয়েছেন সাদা-হলুদ ট্রাউজারে। এদিকে তিশার ক্ষেত্রে সাফল্য ও প্রেমের গুঞ্জন যেন হাত ধরাধরি করে চলে।

কয়েক বছর ধরে টিভি নাটকপাড়ায় কান পাতলেই শোনা যেত তিশার প্রেমের গুঞ্জন। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেন তিশা। সেসব ছবি তাঁর প্রেমের গুজবকে উসকে দিত। তবে প্রেমের বিষয়ে সব সময় মুখে কুলুপ এঁটেছেন এই অভিনেত্রী, হেসেই উড়িয়ে দিয়েছেন। তবে শেষ পর্যন্ত তিশা নিজেই স্বীকার করে বলেন, প্রেমে পড়েছেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রেম-বিয়ে নিয়ে কথা বলেন তানজিন তিশা। প্রেম করছেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ প্রেম করছি।’ প্রেমের বিষয়টি স্বীকার করলেও কাকে মন দিয়েছেন তিনি, সেটা জানাননি। তবে এটুকু স্পষ্ট করেছেন, তাঁর প্রেমিক মিডিয়ার কেউ নন। মিডিয়ার বাইরের।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর