মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত হলো টেলিফিল্ম ‘বুকপকেটে জীবন’। আহমেদ তাওকীরের গল্প এবং চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন অনন্য ইমন। এতে আবু রায়হান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। মধ্যবিত্ত পরিবারের চিরচেনা গল্প অবলম্বনে নির্মিত হয়েছে টেলিছবিটি। টেলিফিল্মে তারিক আনাম খানের ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এতে আরও অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, শাহরিয়ার নেয়াজ জনি, অলঙ্কার চৌধুরী, শেলী আহসান প্রমুখ। আসছে ঈদুল আজহায় বেসরকারি একটি টেলিভিশনে প্রচার হবে এটি।