মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

সিনেমায় প্রিন্স মাহমুদের গান

 শোবিজ প্রতিবেদক

সিনেমায় প্রিন্স মাহমুদের গান

প্রিন্স মাহমুদের সুরে আসছে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা ছবিতে একটি গান। ব্যান্ড শিল্পীদের অসংখ্য কালজয়ী গানের সুরকার প্রিন্স মাহমুদ এই প্রথম নায়ক শাকিব খানের জন্য সুর-সংগীতের আয়োজন করলেন। প্রিন্স বলেন, আমার আগের গানগুলো যেমন সবাই পছন্দ করেছেন তেমন নতুন গানটাও ভালো লাগবে। গানের শিরোনাম ‘ঈশ্বর’। হল থেকে বের হওয়ার সময় গানের রেশ থেকে যাবে। মায়ায় জড়িয়ে ফেলবে। বারবার শুনতে ইচ্ছা করবে।  গান লিখেছেন সোমেশ্বর অলি। গেয়েছেন নতুন শিল্পী রিয়াদ। প্রিন্স মাহমুদ রিয়াদের খালি গলায় গান শুনে ওকে নির্বাচন করেছি। তিনি মনে করেন এ গানের জন্য যে পারফেক্ট তাঁকে দিয়ে গাওয়ানো হয়েছে। শুনলেই একটা মোহ তৈরি হবে। এটি ঈদের আগেই আসবে। একই গানের আরেকটি ভার্সন আসবে ঈদের পর, যা একটু অন্যরকম। হিমেল বলেন,  আমাদের সংগীত জগতে নব্বই দশকের সোনালি যুগের  কৈশোর তারুণ্যের এক মোহের নাম প্রিন্স মাহমুদ। একাধিক কালজয়ী গান রয়েছে এই সুরকারের সুরে।

 

সর্বশেষ খবর