মিথিলা অভিনীত ঢালিউডের নতুন সিনেমার নাম ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত, অনুদানের এ সিনেমা সম্প্রতি সেন্সর পেয়েছে। সেন্সর পাওয়া সে সিনেমার সনদপত্রের একটি ছবিও পোস্ট করেছেন মিথিলা। খুব তাড়াতাড়ি রিলিজের তারিখ ঘোষণা করা হবে। দর্শকের ভালোবাসার অপেক্ষায় ‘জলে জ্বলে তারা।’ সিনেমায় মিথিলার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈমকে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন। এছাড়া মাঝে মধ্যে গান গেয়েও বেশ আলোচনায় চলে আসেন তিনি। ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিথিলাকে।