বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। গতকাল পর্যন্ত মুক্তির প্রথম দুই দিনে সারা দেশের ১৫৩টি হলে দর্শক জোয়ারের খবর দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, প্রতিটি হল দর্শকপূর্ণ যাচ্ছে। এ এক বিরল ঘটনা। মনে হচ্ছে আগামীতে হল সংখ্যা বাড়াতে হবে দর্শকদের অনুরোধে। ছবির অভিনয়শিল্পীরাও বিভিন্ন হলে দর্শকদের সঙ্গে ছবিটি দেখেছেন এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ছবির প্রধান শিল্পী বঙ্গবন্ধুর চরিত্র রূপায়ণকারী আরিফিন শুভ শুক্রবার ঢাকার বিভিন্ন সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে ছবিটি দেখেন। ছবি শেষে গণমাধ্যম ও দর্শকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ছবিটি দেখার পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মনে করেছেন আমি তাঁর পিতার চরিত্রটি ঠিকঠাক তুলে ধরতে পেরেছি। এটাই আসলে মূল স্বস্তির জায়গা। তাঁর এই স্বীকৃতির পর আমি আদৌ পেরেছি কি না, সেটা ভাবার প্রয়োজন আমি দেখি না। কারণ, যাঁর বাবার চরিত্র করেছি তাঁর মনে হয়েছে আমি পেরেছি।’ শুভ আরও বললেন, উনি (শেখ হাসিনা) রীতিমতো বিস্ময় নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, ‘কীভাবে করেছো? কীভাবে করলা এত সুন্দর করে!’ মানে উনি যেন বিলিভ করতে পারছিলেন না, চরিত্রটি আমিই করেছি। ফলে একজন কন্যা যদি মনে করেন, তাঁর বাবার চরিত্রে অন্য একজন ঠিকঠাক অভিনয়টা করেছে; এর চেয়ে বড় সত্য তো আর কিছু নেই। এটি আমার অভিনয় জীবনের সেরা স্বীকৃতি। এদিকে দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে এই সিনেমা। শুধু দর্শকই নয়, প্রেক্ষাগৃহে ছবিটি উপভোগের পর আবেগাপ্লুত হয়েছেন তারকারাও। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমাটি দেখেন তার মাকে নিয়ে। তিনি বলেন, ‘প্রথমবার আমার কোনো সিনেমা মাকে নিয়ে দেখলাম। খুবই ইমোশনাল হয়ে গেছি।’ কণ্ঠশিল্পী কণা বলেন, ‘সত্যি কথা বলতে, প্রত্যাশার চেয়েও বেশ কিছু পেলাম। সিনেমাটা পুরো সিনেমার মতোই হয়েছে। আর শেষ দৃশ্য দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি।’ অভিনেত্রী ভাবনা সিনেমাটি দেখে বের হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, খুবই ভালো ছবি। আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। কথা বলতে পারছি না। সবার অভিনয় খুব ভালো। জাতির পিতাকে নিয়ে ছবি তাই খুব ইমোশনাল হয়ে পড়েছি। বিশেষ করে শেষটাতে ভয়ানক অনুভূতি হয়েছে। চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘দেখতে পাচ্ছেন আমার চোখ থেকে পানি পড়ছে। শেষটা দেখে আর কিছু বলতে পারছি না। আমাদের এই প্রজন্মের কাছে অনুরোধ সবাই সিনেমাটা দেখবেন। শুধু তারকারাই নয়, দর্শকদের ক্ষেত্রেও দেখা গেছে একই চিত্র। ‘মুজিব’ সিনেমায় জাতির জনকের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। প্রেক্ষাগৃহে সিনেমা দেখে এই তারকাকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা গেছে দর্শকদের। খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি এখন পর্যন্ত যারাই দেখেছেন প্রশংসা করেছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধুর পরিবারের বন্দিজীবন, ’৭৫-এর ১৫ আগস্ট রাতে সপরিবারে মুজিবকে হত্যার দৃশ্য কাঁদিয়েছে দর্শকদের।
শিরোনাম
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
‘মুজিব’ সিনেমা দেখে কাঁদলেন দর্শক কাঁদলেন তারকারা
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর