ব্রিটিশ পার্লামেন্ট হাউসে এবার হচ্ছে একটি গান অবমুক্ত করার অনুষ্ঠান। ‘চিরদিনের জীবন সঙ্গিনী’ শিরোনামের সেই গানটি গেয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পড়োয়াল। জানা যায়, আজ সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ১২ নম্বর কমিটি হলে দুই দেশের সহযোগিতায় নির্মিত আলোচিত গানটি অবমুক্ত করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে লন্ডন উড়ে গেছেন আসিফ আকবর। ওদিকে ভারত থেকে যাচ্ছেন অনুরাধা পড়োয়াল। ব্রিটিশ পার্লামেন্টের এমপি সীমা মনোত্রা ইতোমধ্যে সংগীতশিল্পী ও সংগীত পরিচালক রাজা কাশেফ এবং সংগীতশিল্পী রুবাইয়াত জাহানের পক্ষে বিশিষ্টজনদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। কবির বকুলের লেখা গানটিতে সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ। মেলোডিয়াস ডুয়েট এ গানটির ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। আসিফের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে ভারতীয় সংগীতের কিংবদন্তি এ আর রাহমান স্টুডিও, যশরাজ ফিল্ম স্টুডিওতে গানটির রেকর্ডিং ও হাউস অব কমন্সে অনুষ্ঠান সবকিছু ব্যবস্থাপনা করেছেন রাজা কাশেফ ও রুবাইয়াত জাহান। গানটির কাস্টিং আসিফ আকবর ও সাবাহ বশির। ভারতীয় সংগীতের কিংবদন্তি এ আর রাহমানের প্রায় ১৫ হাজার স্কয়ার ফিটের কে এম স্টুডিওতে গান গেয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর ইতোমধ্যে বলিউডে একটি হিন্দি সিনেমায় গান করে যাত্রা শুরু করেছেন। রেকর্ডিংয়ের সময় তাৎক্ষণিক আরেক গানের অফার পান। দেশে ফিরে আসার পর পেয়েছেন আরও কয়েকটি গানের অফার। সে জন্য লন্ডন থেকে ফিরে আবার ২৫ মে যাচ্ছেন মুম্বাইতে। সংগীতশিল্পী ও সংগীত পরিচালক রাজা কাশেফ জানান, ‘পার্লামেন্ট ভবনে এই প্রথমবার হচ্ছে গান সংশ্লিষ্ট অনুষ্ঠান। এটি চাট্টিখানি কথা নয়। আর এ সবকিছুই আসিফ আকবরের প্রতি ভালোবাসা থেকে আমরা করছি।’ বাংলাদেশের শীর্ষ কণ্ঠশিল্পী আসিফ আকবরের এটি তৃতীয় গান, যা ভারত থেকে মুক্তি পাবে। ২১ বছর আগে ভারতের আরেক নন্দিত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ডুয়েট করেছিলেন আসিফ। সফল গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গেও গান করেছেন। পাঁচ বছর আগে ভারতে আসিফের প্রথম একক গান মুক্তি পায়। ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন কণ্ঠশিল্পী আসিফের গানে মুগ্ধ হয়ে তার জন্য গানও লিখেছিলেন।
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
আসিফ-অনুরাধার গান অবমুক্ত হবে ব্রিটিশ পার্লামেন্ট হাউসে
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর