অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুরের বিচ্ছেদের কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর তাদের প্রায়শই ছুটিতে ও উৎসবে একসঙ্গে দেখা যেত। তবে অনন্যা বা আদিত্য কেউ-ই বিষয়টি পুরোপুরি স্বীকার করেনি। সম্প্রতি এমন খবর পাওয়া গেছে, আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর নতুন ‘বন্ধু’র খোঁজ পেয়েছেন অনন্যা পান্ডে। ইদানীং, তিনি ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে ঘন ঘন আড্ডায় মিলিত হচ্ছেন বলে জানা গেছে। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের ক্রুজ পার্টিতে অনন্যা ওয়াকারের সঙ্গে দেখা করেছিলেন। ওই অভিনেতাও ইনস্টাগ্রামে প্রাক্তন মডেলকে অনুসরণ করছেন। বম্বে টাইমস জানিয়েছে, অনুষ্ঠানে অনন্যা ওয়াকারকে ‘তার সঙ্গী হিসেবে’ পরিচয় দেন। সূত্রের বরাতে জানিয়েছে, ‘ক্রুজ পার্টিতে অনন্যা ওয়াকারের সঙ্গে দেখা করেন। বর্তমানে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। ওয়াকার জামনগরের বাসিন্দা এবং আম্বানিদের ভানতারা অ্যানিমেল পার্কে কাজ করেন।’