ভারতের দ্য টেলিগ্রামের প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের শিকার হওয়া প্রসঙ্গে কথা বলেছেন বলিউড নির্মাতা হংসল মেহতা। ২০২২ সালে হংসল মেহতার সিনেমা ‘ফারাজ’ মুক্তি পেয়েছিল। এ সিনেমাটি ঢাকার হোলি আর্টিজানে সংঘটিত নৃশংস হামলার ওপর নির্মাণ করা হয়েছিল। সিনেমাটি বাংলাদেশের ঘটনায় নির্মিত হলেও বাংলাদেশেই নিষিদ্ধ হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হংসল মেহতা জানিয়েছেন, সিনেমাটির শুটিং করার সময়ে একের পর এক হুমকি পাচ্ছিলেন তিনি। তার কথায়- আমার সঙ্গে এসব করা হয়েছিল কেবল সিনেমাটির মুক্তি ঠেকানোর জন্য। কারণ সিনেমাটি শেখ হাসিনার সরকারকে চিত্রিত করেছিল।