নন্দিত নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মাহমুদ দিদারের ছোটগল্প ‘অল্টার্নেটিভ’ অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘তোমাকে ভালোবাসার পর’। এর চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। এ কাজটির সুবাদে নতুন যুগল রিয়া ও সফল খানকে নিয়ে ফিরেছেন এই গুণী নির্মাতা। এতে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তুহিন রহমান, খন্দকার হিমেল ও প্রেসিডেন্ট মহিয়ান দৃশ্য। নির্মাতা জানান, ‘নতুনদের নিয়ে কাজ করার প্রবণতা একেবারে শুরু থেকেই ছিল। আশা করছি, দর্শক কাজটা ভালোভাবেই নেবে। দুজন তরুণ অভিনেতা দুর্দান্ত কাজ করেছে।’ সফল খান বলেন, ‘এটা দারুণ এক্সপেরিয়েন্স। মোবাইলহীন একটা লাইফ কেমন হলো তা পুরোদমে উপভোগ করলাম এটার শুটিং এ। আমি কম্পলিটলি মোবাইল টাচই করিনি শুটিংয়ের তিন দিন।’ রিয়া মনি বলেন, ‘আমি যেমন রিয়েল লাইফে ঠিক তেমনি ক্যারেক্টার প্লে করেছি। আশা করছি, কাজটা অন্য রকম একটা ভাইব দেবে।’ ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত টেলিফিল্মটি আজ বেলা ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে।