ব্রিটিশ রাজপরিবারের সাবেক পুত্রবধূ প্রিন্সেস ডায়ানাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণে হাত দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। অচিরেই এ তথ্যচিত্রের কাজ শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে নেটফ্লিক্সের সঙ্গে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের আনুষ্ঠানিক বৈঠকও সম্পন্ন হয়েছে। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা। ২০২৭ সালে তার মৃত্যুর ৩০ বছর পূর্ণ হবে। সেই সময়টিকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে এ তথ্যচিত্র। ধারণা করা হচ্ছে, ডায়ানার প্রয়াণ দিবসের ওই বার্ষিকীতেই এটি মুক্তি পাবে। উল্লেখ্য, ডায়ানার মৃত্যুর সময় তার ছেলে প্রিন্স হ্যারি ছিলেন মাত্র ১২ বছরের কিশোর। তিনি বারবার প্রকাশ্যে বলেছেন, মায়ের আকস্মিক মৃত্যু তার জীবনে এক গভীর অভিশাপ হয়ে নেমে এসেছিল, যা আজও তাকে তাড়া করে ফেরে। তাই মায়ের মৃত্যুর ৩০ বছর স্মরণে নির্মিত এ তথ্যচিত্রকে তার জীবনের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। এখন কেবল অপেক্ষা কত দ্রুত শেষ হয় এ নির্মাণযজ্ঞ।