সুচিত্রাকে নিয়ে আমজাদ
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনকে ঘিরেই এবার সাজানো হয়েছে দেশ টিভির নিয়মিত চলচ্চিত্র বিষয়ক আয়োজন 'সিনেমা এঙ্প্রেস'র বিশেষ পর্ব। আয়োজনের মধ্যে রয়েছে সুচিত্রা সেনের বর্ণাঢ্য জীবনের নানা অধ্যায়। জন্ম ও বেড়ে ওঠা, রমার সংসার, চলচ্চিত্র ক্যারিয়ার, পুরষ্কার অর্জন, শ্রেষ্ঠ জুটি, অন্তরালের সুচিত্রা, শেষ প্রস্থান, আলোচনায় সুচিত্রা। আলোচনায় অংশ নিয়েছেন লেখক ও চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। রেজওয়ানুল কবির মাসুমের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশটিভিতে।
নায়িকা সংবাদ
জিটিভিতে সপ্তাহের আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'নায়িকা সংবাদ'। এম আর মিজানের গল্পে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, নাদিয়, নাজনীন হাসান চুমকী, জয়রাজ, স্বাগতা, সাজ্জাদ রেজা প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন এম আর মিজান।
ডাবিংকৃত বাংলা 'মারলিন'
এটিএন বাংলায় আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে বাংলায় ডাবিংকৃত শিশুতোষ ধারাবাহিক 'মারলিন'। অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ এ সিরিজে দেখা যাবে তরুণ জাদুকর মারলিন এসে পেঁৗছাল ক্যামেট রাজ্যে। এখানে রাজ চিকিৎসক গেইয়াসের সঙ্গে তার থাকার সব ব্যবস্থা করে দিয়েছেন মারলিনের মা। কিছুদিন পরেই মারলিন জানতে পারলো যে বর্তমান রাজা, ইউথার পেনড্রাগন, সব ধরনের জাদুকে নিষিদ্ধ ঘোষণা করেছে। একমাত্র টিকে থাকা ড্রাগনকেও রাজা তার রাজ্যে মাটির নিচে তাকে বন্দী করে রেখেছে।
কালার
রায়হান খান এর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'কালার'। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, আরফান, রুমা, পিয়া, মিশু সাবি্বর,
নাঈম, হাসীন, সামিহা, আ খ ম হাসান, ইমি, শায়না প্রমুখ। এই নাটকের অন্যতম আকর্ষণ বর্তমান প্রজন্মের বাংলাদেশের সুপার মডেল রুমা, পিয়া ও ইমি একসঙ্গে এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। মডেলিং জগতের নানা ঘটনা উপর ভিত্তি করে সাজানো হয়েছে নাটকের গল্প। নাটকটি এসএ টেলিভিশনে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।