গত শনিবার নতুন আরেকটি অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেছেন সময়ের জনপ্রিয় মডেল ও উপস্থাপক নুসরাত ফারিয়া। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় এনটিভিতে প্রচারের জন্য অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। আজ রাত ৯টা থেকে ৩০ মিনিট ব্যাপ্তির এই অনুষ্ঠানটি প্রচার শুরু হবে। অনুষ্ঠানের নাম 'স্টাইল এ্যা ট্রেন্ডজ'। লাইফ স্টাইল এবং ফ্যাশনবিষয়ক এই অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, উপস্থাপনাতেই আমি সবচেয়ে বেশি সময় দিচ্ছি। যে কারণে নতুন নতুন বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করছি। আশা করি দর্শকের ভালোলাগবে। এদিকে রেডিও ফুর্তিতে প্রচার চলতি 'নাইট শিফট উইথ নুসরাত ফারিয়া' এখন শ্রোতাপ্রিয়। অনুষ্ঠানটি রাত ১২টা থেকে ২টা পর্যন্ত প্রচার হয়। এদিকে গত শনিবার থেকে আরটিভিতে প্রচার শুরু হয়েছে তার উপস্থাপনায় নতুন অনুষ্ঠান 'লেট নাইট কফি'।