শিশু একাডেমির ক্লাসিক্যাল মিউজিকে জাতীয় চ্যাম্পিয়ন লুসা মির্জা। হৃদয়ে রবীন্দ্র গান লালনের দীর্ঘ প্রহর পেরিয়ে এবার একক অ্যালবাম নিয়ে হাজির হলেন তিনি। এ অ্যালবামের সবকটি গানের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। 'নিরন্তর' নামের এই রবীন্দ্র অ্যালবামটি প্রকাশ করছে আজব রেকর্ডস। এ প্রসঙ্গে তিনি বলেন, গানগুলো শুনে শ্রোতা-সমালোচকদের ভালো লাগলেই আমার পরম স্বার্থকতা। এদিকে 'নিরন্তর' সংগীত পরিচালক বাপ্পা মজুমদার বলেন, লুসা এক কথায় অসাধরণ গাইতে পারেন। শুদ্ধ বাংলা গানের প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং টান অনুভব করেছি। তার কণ্ঠে কবি গুরুর গানগুলো রেকর্ড করে আমার খুব ভালো লাগছে।